চট্টগ্রাম পাহাড়তলী থানার সরাইপাড়ায় শহীদ মহসীন এর ২৩ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এস.এম জসিম// ২৯শে নভেম্বর রোজ রবিবার সাত ঘটিকায় চট্টগ্রামের পাহাড়তলীতে শহীদ মহসীন এর তেইশ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে শহীদ মহসীন স্মৃতি সংসদ ও ১২নং সরাইপাড়া ওয়াড আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ কতৃক আয়োজিত স্মরণ সভায় মোঃ বাবর সালাম বাররের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক আসলাম হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আলহাজ্ব সাবের আহম্মেদ সওদাগর ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদ্য সাবেক সফল কাউন্সিল, ১২নং সরাইপাড়া ওয়াড চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথিরা হলেন এসকানদর মিয়া,আব্দুল হালিম, শফিকুল রহমান শফি,মোঃইসহাক সেকান্দর সেকু,হোসেন মুন্না, নিজামুল হক নিজাম,আলাউদ্দিন শিকু,মোঃআলী হোসেন,জাহেদুল আলম মুক্তা,মনজুরুল আলম মনজু,শাহজাহান,জানে আলম শফিকুল আলম,আলমগীর আলম জুনু,ইন্জিনিয়ার রুবেল, জাফরুল হাসান মুরাদ সেকু,নিজাম সহ ওয়াড আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ এবং এলাকার গন্যমান্য ব্যাকতিবগ। সভায় উপস্থিত প্রধান অতিথি বলেনঃ শহীদ মহসীন আজীবন আমাদের কাছে বেঁচে থাকবে।যারা আওয়ামী লীগ এর ত্যাগী নেতা তাদের মূল্যায়ন করতে হবে দল থেকে। প্রধান বক্তা ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিল আলহাজ্ব সাবের আহম্মেদ সওদাগর বলেন শহীদ মহসীন ১৯৯৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সমাবেশে যোগ দান করতে গিয়ে এমনই এক শীতের শিশির ভেজা ভোরে সৈচছাছারীদের হামলায় গুলিতে শহীদ হোন, এমন আওয়ামী লীগ নেতাদের দেশের জন্য প্রয়োজন,শহীদ মহসিনে মত ত্যাগী নেতাকর্মী তৈরি করতে হলে তাদের মূল্যায়ন করত হবে এবং যুগে যুগে আমরা এই স্মরণ সভা পালন করবো।শহীদ মহসীন আমাদের কাছে অমর হয়ে থাকবে আজীবন।