চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষ থেকে চট্টগ্রামের সকল ওয়ার্ডে ফুটবলারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।তারই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম নগরীর ২৫ ও ২৬ নং ওয়ার্ডের ফুটবলারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ও ১০নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির দপ্তর সম্পাদক নাসির উদ্দীন,সমাজ কল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন,প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল,সহ-দপ্তর সম্পাদক অন্জন চক্রবর্তী ও সদস্য মহসিন আলী সাজু সহ আরো অনেকই।
প্রধান অতিথির বক্তব্যে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন চট্টগ্রাম নগরীর সকল ওয়ার্ডের ফুটবলারদের মাঝে আমরা ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি।ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ইফতার সামগ্রী নিয়ে আপনাদের মাঝে হাজির হতে সেই দোয়াই করবেন।