চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

0 ১৯০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।অদ্য ৪ ফেব্রুয়ারী, ২০২২ খ্রী শুক্রবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।ক্রিকেট ম্যাচে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।ম্যাচ শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)শ্যামল কুমার নাথ,অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ)সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)মোঃ শামসুল আলম,উপ-পুলিশ কমিশনার(সদর)মোঃ আমির জাফর সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!