আব্দুল করিমঃ চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, আজ দুপুর ১ টায় সাদ্দামকে গ্রেপ্তার করেছি। এসময় তার কাছ থেকে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।তিনি আরো বলেন, ‘‘সাদ্দামের নামে পাঁচলাইশ থানায় ৭ টি মামলা রয়েছে। সবগুলো মামলায় সে জামিনে এসেছে। ১৬ অক্টোবর তার সব মামলার জামিন শেষ হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করি।