চট্টগ্রাম ষোলশহরে মাদক মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

0 ২২৭

আব্দুল করিমঃ চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, আজ দুপুর ১ টায় সাদ্দামকে গ্রেপ্তার করেছি। এসময় তার কাছ থেকে ৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।তিনি আরো বলেন, ‘‘সাদ্দামের নামে পাঁচলাইশ থানায় ৭ টি মামলা রয়েছে। সবগুলো মামলায় সে জামিনে এসেছে। ১৬ অক্টোবর তার সব মামলার জামিন শেষ হয়।  খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!