চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে অসহনীয় দূর্ভোগ।

0 ২১৮

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম নদীপথ।কিছু দিন আগে দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেটি চালু হলে ও থেমে নেই দূর্ভোগ। প্রচন্ড রোদে দাঁড়িয়ে টিকেট নিতে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ ভিআইপিদের টিকেট দেওয়ার কারণেই প্রচন্ড রোদে দাঁড়িয়ে ও মিলছে না কাঙ্খিত স্পিড বোট কিংবা মালের ভোটের টিকেট। এভাবেই জিম্মি হয়ে আছে দ্বীপে সাধারণ মানুষ । একেকসময় একেক নেতা দলীয় নেতা কর্মীর বহর নিয়ে দ্বীপে প্রবেশ করে অথবা দ্বীপের বাহিরে যায় তখন মানুষের দূর্ভোগ আরো বেড়ে যায়। নাম জানাতে অনিচ্ছুক এক যাত্রী অভিযোগ করেন সকাল ৬ঃ৩০ এর সময় জরুরি কাজে চট্টগ্রামে যাওয়ার জন্য গুপ্তাছড়া ঘাটে আসেন। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ও পাননি স্পিড বোটের টিকেট তিনি বলেন লাইনের বাহিরে দিয়ে তারা টিকেট দিয়ে দেয় যার ফলে দীর্ঘ লাইন সৃষ্টি হয়! এছাড়াও ভাটার সময় দ্বীপ বন্ধু মোস্তাফিজুর রহমান সেতু থেকে উঠা নামার সময় চরম ভোগান্তি হচ্ছে মানুষের। ভাটার সময় সেতু থেকে অনেকটা নিচু জায়গায় অবস্থান করে স্পিড বোট কিংবা ট্রলার যার ফলে শিশু, বৃদ্ধ,রোগীদের অনেক কষ্ট করে উঠানামা করতে হয়। উঠানামার জন্য নেই কোন সিঁড়ির ব্যবস্থা ফলে উঠানামার সময় অনেক ভোগান্তি হয় যাত্রীদের। এ বিষয়ে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন দ্বীপবাসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!