চন্দ্রগন্জ থানায় মাদ্রাসার ছয় ছাত্রের সাথে অনৈতিক কাজ অতপর মাদ্রাসার পরিচালক গ্রেফতার।

0 ২১৪

জসিম উদ্দিন রুবেলঃ লক্ষ্মীপুরে ছয় শিশু ছাত্রের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে মোবারক হোসেন (২৮) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসেরবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।সন্ধ্যায় এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মোবারকের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামি একাডেমি বন্ধ ঘোষণা করে ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেয়। গ্রেফতার মোবারক রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহ আলমের ছেলে।মামলার অভিযোগ থেকে জানা যায়, শিক্ষক মোবারক হোসেন ছয় শিশু ছাত্রকে একাধিকবার অনৈতিক করেছেন। ঘটনাগুলো গোপন রাখতে তিনি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইলে ভিডিও করে রাখেন।সম্প্রতি এক শিশুর পায়ুপথ দিয়ে রক্তক্ষরণকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হয়। মঙ্গলবার বিকেলে মোবারককে আটকের পর মাদরাসার একটি কক্ষে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয় এলাকাবাসী।জানা গেছে, ২০১৮ সালে পশ্চিম কালিদাসেরবাগ এলাকায় মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামি একাডেমি চালু করেন মোবারক হোসেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করার পাশাপাশি মাদরাসাটি পরিচালনা করে আসছেন। এতে ৩০ জন ছাত্র আবাসিকে থেকে পড়ালেখা করে আসছিল।লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. মিমতানুর রহমান বলেন, একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসার পরিচালককে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!