
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের(চমেক)ফার্মেসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।১০মার্চ,বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুদকের উপ-পরিচালক মো. নাজমুছ ছায়াদাতের নেতৃত্বে হাসপাতালের ফার্মেসিতে এ অভিযানে আসে দুর্নীতিবিরোধী সংস্থাটির ৪ সদস্যের টিম। অভিযানে উপ-পরিচালক আবু সাঈদ,সহকারী পরিচালক এনামুল হক,কনস্টেবল মো. ইমরান হোসেন উপস্থিত আছেন।
জানা গেছে,দুদকের হটলাইন ১০৬ নাম্বারে ফার্মেসির বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামেন দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা।অভিযানে চমেক মেডিকেলের আউটডোর ফার্মেসির বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়।তারা হাসপাতালের কেন্দ্রীয় ওষাধুগারে বিভিন্ন কাগজপত্র দেখেন।ভেতর থেকে কিছু নথিপত্র এনে আউটডোরের সঙ্গে মিলিয়ে নেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি ওষুধ চুরির অপরাধে চমেক হাসপাতালের দুই কর্মচারীকে আটক করে পুলিশ।এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি। এছাড়াও চুরির ঘটনায় চমেকের স্টোর অফিসার ডা. মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।