
রিয়াদুল মামুন সোহাগঃ ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান,বিপিএম,পিপিএম।তার চিকিৎসার্থে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি।
আজ, বুধবার ২৯ জুলাই কাউন্সিলরের ভাই মোঃ তারেক ইমতিয়াজের হাতে এই অনুদান তুলে দেন সিএমপি কমিশনার। এসময় তিনি চিকিৎসাধীন কাউন্সিলরের চিকিৎসার খোঁজখবর নেন।
প্রসঙ্গত,দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলকরণসস ওয়ার্ড থেকে টানা ৪ বার নির্বাচিত কাউন্সিলর তারেক সোলেমান সেলিম