ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার সাতনইল এলাকা থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিরা পৌর এলাকার ১নং ওয়ার্ডের নয়াগোলা উত্তর ভবানীপুর মহল্লার আয়নাল হকের ছেলে মো.মুশফিকুর রহমান আশিক (২০) ও তোজাম্মেল হকের ছেলে মো.আবু হানিফ (২১)।৫ নভেম্বর বিকেল পৌণে ৩টার দিকে অভিযানটি চালানো হয়।জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার সরকার ও এসআই মশিউর রহমানের নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স সাতনইল এলাকায় অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ হাতেনাতে হানিফ ও আশিককে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার বিষয় টি নিশ্চিত করেছেন।