ফয়সাল আজম অপু,বিশেষ প্রতিনিধিঃ ৩ নভেম্বর মঙ্গলবার আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ, চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং দোয়া খায়েরের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এদিন সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে ফায়ার সার্ভিস মোড়ের বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সরকারি কলেজের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুস্পমাল্য অর্পণ করা হয়। শেষে দোয়া করা হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, এ্যাড. মিজানুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম, এ্যাড. আব্দুস সামাদ বকুল, মেসবাহুল শাকের জ্যোতি, আলহাজ্ব মোখলেসুর রহমান, জামাল আবদুল নাসের পলেন, মনিরুল ইসলাম, মুসফিকুর রহমান টিটু। আরও উপস্থিত ছিলেন, গোলাম শাহনেওয়াজ অপু, এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, শান্তনা হক, ফায়জার রহমান কনক, ইমন রেজা, ডা. সাইফ জামান আনন্দ, সাব্বির আহমেদ, আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।