চাটখিলে ৯ম শ্রেণির ছাত্রকে একসাথে ৩টি টিকা দেওয়ার অভিযোগ।

0 ১১৭

চাটখিলে ৯ম শ্রেণির ছাত্রকে একসাথে ৩টি টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উঠেছে স্বাস্থ্যকর্মী দিদার হোসেনে এর বিরুদ্ধে। ছাত্রটির নাম ইয়াছিন হোসেন। সে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

ইয়াছিনের আত্মীয় আবুল কালাম ভান্ডারী জানান, তার নাতী ইয়াছিন তার অন্যান্য সহপাঠিদের সাথে করোনার টিকা দিতে চাটখিল সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে স্বাস্থকর্মী দিদার হোসেন তাকে পরপর ৩টি টিকা পুশ করে। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা লোকজন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খোন্দকার মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারে প্রক্রিয়া চলছে। তিনি স্বাস্থ্যকর্মীর এমন খামখেয়ালী কাজের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।সে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম খোকনের ছেলে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!