মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাটমোহর ব্যবসায়ী সমিতি গৃহিত কর্মসূচির মধ্যে সমিতি ভবন-কে আলোকসজ্জায় সজ্জিতকরা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা সমিতি চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ৭.১৫ মিনিটে উপজেলা পরিষদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপনের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের কর্মসূচিতে সাধারণ সম্পাদক মো. আব্দুল মুতালিব, কোষাধ্যক্ষ মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক ও জাতীয় দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক নুর মোহাম্মদ রান্টু, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম মোল্লা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অফিস কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩.৩০ মিনিটে ব্যবসায়ী নেতৃবৃন্দ স্থানীয় বালুচর মাঠে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।