আজম খাঁন,চট্টগ্রামঃ আজ ১৭ই জুলাই,২০২০ইং রোজ শুক্রবার, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নেবুলাইজার ও অক্সিজেন সেবা প্রকল্প অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয় বলে জানা গেছে।
এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সমন্বয়ক জনাব মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।উক্ত শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহরার কৃতিসন্তান বিশিষ্ট আলেমেদ্বীন,মিডিয়া ব্যাক্তিত্ব ও কালুরঘাট তৈয়্যবিয়া জামে মসজিদের সম্মানীত খতিব,হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি মোরশেদুল- কাদেরী[মাঃজিঃআ]
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সচিব কাজী শহীদ উদ্দীন বাবলা।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাহেদ চৌধুরী,মফিজ উদ্দিন, এরশাদ চৌধুরী বিটু, হারুনুরর রশিদ, আইয়ুব খান, মাওলানা মুহাম্মদ রফিক, নজরুল ইসলাম, জনাব রেজাউল করিম, শওকত চৌধুরী,মাওলানা মোরশেদুল আলম তৈয়বী, শওকত চৌধুরী, নূরুল কবির,মুহাম্মদ সালাউদ্দিন, ইমরান হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ইমতিয়াজ ইরফান,আবু সুফিয়ান রিফাত, মুহাম্মদ গিয়াস উদ্দীন,মেজবাহ আশিক,ইমতিয়াজ, সাজ্জাদ,ইয়াছিন,মামুন, আকিব,রিয়াজ,আজাদ, কাজী আরিফ, ওয়াজেদ সহ অন্যান্য নেতৃবন্দ।প্রকল্পটি চলমান রাখতে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা ও পরামর্শ একান্ত কামনা করে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছে দেখা গেছে।
আগের খবর