চোরাই মোবাইল সেট ক্রয়-বিক্রয়ে সংঘবদ্ধতার দায়ে অভিযুক্ত চক্রের মূল হোতাসহ ০৩ জন কে গ্রেপ্তার।
১১৬টি মোবাইল সেট,০৩ টি ল্যাপটপ,০২ টি মাউস,০১ টি ইউএসবি হাব,০৩ টি ডঙ্গল,০২ টি ক্যাবল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

জিএসএম গ্লোবাল সংস্থা কর্তৃক প্রদত্ত জিএসএম, ইউএমটিএস,আইডিইএন সেলুলার আর্কিটেকচার প্রযুক্তির সিডিএমএ মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি),এমইআইডি(মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফায়ার)এবং ইএসএন(ইলেক্টনিক সিরিয়াল নাম্বার)পরিবর্তনপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা,চোরাই মোবাইল সেট ক্রয় ও বিক্রয়ে সংঘবদ্ধতার দায়ে অভিযুক্ত চক্রের মূল হোতাসহ ০৩ জন কে গ্রেপ্তার ও ১১৬টি মোবাইল সেট,০৩ টি ল্যাপটপ,০২ টি মাউস,০১ টি ইউএসবি হাব,০৩ টি ডঙ্গল,০২ টি ক্যাবল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গত ৬ এপ্রিল ৪.১৫ ঘটিকার সময় এসআই মোঃ মোমিনুল হাসান ও সঙ্গীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন বাগদাদ হোটেলের গলির ভিতর রাস্তার উপর হইতে আসামী মোঃ সাজ্জাদ(২০)কে ০৫টি চোরাই মোবাইল সহ আটক করে।
তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি প্রযুক্তির মাধ্যমে মূল্যায়ন করে সত্যতা পেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ৬ এপ্রিল ৫.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সিডিএ মার্কেট রয়েল প্লাজায় অবস্থিত ইনোভেটিভ ফোন কেয়ার নামক দোকানে অভিযান পরিচালনা করে মোবাইলের আইএমআই পরিবর্তনকারী ও ডিজিটাল জালিয়াতি চক্রের মূল হোতা হাবিবুল্লাহ মিজবাহ(২৫)ও তার সহযোগী এবং চোরাই মোবাইল ক্রয়- বিক্রয়কারী মোঃ রাশেদ(২০)কে আটক করে।
তাদের হেফাজত থেকে মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী বিভিন্ন যন্ত্রাংশ ও আইএমইআই পরিবর্তন হওয়ায় ০৮টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে।তাদের দেওয়া তথ্য মতে ৬ এপ্রিল ৭.২৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনস্থ হাসিনা শপিং সেন্টারের নিচ তলায় চৌধুরী ডট নামক দোকানের ভিতর অভিযান পরিচালনা করে ১০৪টি প্যাকেটবিহীন চোরাই মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে।অভিযান, তদন্ত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।