ছাত্র রাজনীতি বন্ধসহ ৫ দফা দাবিতে চট্টগ্রাম কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

0 ৬৩৫,৪২৮

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম কলেজে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।রোববার(২৯ সেপ্টেম্বর)সকাল থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ’ ব্যানারে এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো,কলেজে ছাত্র রাজনীতি বন্ধ,শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনও স্থাপনার নামকরণ,ছাত্রাবাস সংস্কার,পতিত স্বৈরাচারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও নির্যাতিত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ শাখার সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন,আমরা একটি নিরাপদ,নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার মানোন্নয়ন হবে।শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেছিলাম।কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

উল্লেখ্য,গত শুক্রবার(২৭ সেপ্টেম্বর)বিকেলে চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের সমসাময়িক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সেখানেও তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!