এম আবদুল হাকিমঃ কক্সবাজারে জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছুরতিয়া সিনিয়র ফাজিল মাদ্রার অধ্যক্ষ শাঈখ মুহাম্মাদ আবুল কালাম মুরাদ রহঃ মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জুলাই) ২০১৫ সালের দাখিল পরিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ছুরতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার হল রোমে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সাঈদ মুহাম্মদ হেলাল এর পরিচালনায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাঈখ মুহাম্মাদ খায়রুল বশর সিরাজি সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক প্রবীণ শিক্ষক জানাব শাঈখ মুহাম্মাদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দদের মধ্য থেকে জনাব,শাঈখ সাঈদুল হক্ (প্রভাষক আরবি)জনাব শাঈখ রশিদ আহমেদ(প্রভাষক আরবি) জনাব আলহাজ্ব শাঈখ মুহাম্মাদ নূরুল আলম হেলালি,শাঈখ ক্বারি নূর হুছাইন, জনাব আহছন হাবীব, জনাব আনছারুল হক্ কুতুবী, জনাব ফরিদুল আলম,জনাব বি এস সি জসিম উদ্দীন,
বক্তব্যে প্রধান অতিথি বলেন আমি যেহেতু এ-ই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি জানি তিনি আমাদের ছিলেন একজন যোগ্য অধ্যক্ষ হিসেবে,এবং তিনি যেমন ছিলেন নরম দিলের মানুষ,ঠিক তেমনি নিরহংকারী, সুমিষ্টভাষি তা-ই আমি মনে করি অত্র মাদ্রাসা একজন যোগ্য অভিভাবক হারালেন, এছাড়া আরো অনেকেই সৃতিচারণ করেছেন,
পরে দুআ ও মুনাজাতে মরহুম শাঈখ মুহাম্মাদ আবুল কালাম মুরাদ রহঃ সহ আরো মাগফিরাত কামনা করেন মরহুম জনাব ওবায়দুচ্ছালাম মিয়াজি,জনাব মরহুম ওবায়দুল হাকিম,মরহুম ওবায়দুর( রহমান,সাবেক শিক্ষক) সহ আরো অনেকের জন্য,
উল্লেখ্য যে তিনি মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত দায়িত্বরত ছিলেন, মরহুম শাঈখ মুহাম্মাদ আবুল কালাম মুরাদ ০১/০৭/২০২০ হৃদয়রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থতা অনুভব করলে তাঁকে চকরিয়া নিজ বাড়িতে আনাহয় ১০/০৭/২০২০ জুমাবার হঠাৎ আবার অসুস্থতা অনুভব করলে তাঁকে আবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেন, এবং তাঁর নিজের গ্রামের বড় মসজিদের মাঠে শাঈখ রুহুল কুদ্দুস আনোয়ারি আল্ আজহারির ইমামতিতে হাজার হাজার মানুষ জানাজা আদায় করেন,এবং গ্রামের কবরস্থানেই দাফন করাহয়।
সবশেষে সকলেই তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।