জঙ্গিবাদ, উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিত হবার আহ্বান জানালেন জহুরুল আলম জসিম

0 ১৭৮

জসিম উদ্দিন রুবেল: জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার হাওয়া বইছে গোটা দেশ জুড়ে । গত (০৭ ডিসেম্বর) সোমবার কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রাম ০৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডে (বি-ইউনিট)আওয়ামিলীগের আয়োজিত প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। আয়োজিত প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ০৯ উত্তর পাহাড়তলি ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম,চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ০৯,১০ ও ১৩নং ওয়ার্ডের আওয়ামিলীগের মনোনীত মহিলা কাউন্সিলর তছলিমা বেগম নুরজাহান রুবি সহ ০৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের আওয়ামিলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নোতৃবৃন্দ। ০৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ০৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল আলম জসিম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার মতো ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই বিষাক্ত ছোবল মারাবে। কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভেঙ্গে বিজয়ের মাসে ওরা তাদের আস্ফালনের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে। কিন্তু যেকোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদ প্রতিরোধে সবাই নিয়ে এক হয়ে ০৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড আওয়ামিলীগ মাঠে থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামিলীগের মনোনীত মহিলা কাউন্সিলর তছলিমা বেগম নুরজাহান রুবি বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার পরিকল্পনা । মুসলিম, হিন্দু, খৃীষ্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত বঙ্গবন্ধু’র সোনার বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করার পায়তারায় লীপ্ত এই মৌলবাদরা। আমরা এ স্বাধীনতা কোন নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হাতে দিতে পারি না ।তিনি এজন্য দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান । মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। তছলিমা বেগম নুরজাহান রুবি আরো বলেন, হুজুরদের প্রতি আমাদের যথেষ্ঠ শ্রদ্ধা-ভক্তি আছে, আপনাদের আমরা সম্মান করি। কিন্তু জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার পেছনে আপনাদের মুষ্টিমেয় হুজুরদের মদদ আছে। আপনারা সেই শ্রদ্ধার জায়গায় আঘাত হেনেছেন। স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্টি কুষ্টিয়ায় রাতের অধারে জাতীর পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি বঙ্গবন্ধু’র ভাস্কর্যের অবমাননা ও ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!