জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির ২৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটির নাম ঘোষণা।

0 ৫০৬,৬২০

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির ২৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় (ঢাকা) অফিসে কেন্দ্রীয় কমিটির সকল ঊর্ধ্বতনের উপস্থিতিতে, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুরুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় পূনাঙ্গ কমিটির ঘোষণা করেন। এতে দৈনিক আজকের বসুন্ধরা চট্টগ্রাম জেলা ব্যুরো, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী কে সভাপতি,দৈনিক একাত্তর সংবাদ সম্পাদক প্রকাশক ড. সিরাজুল ইসলাম সিনিয়র- সহ- সভাপতি , BMF Tv চট্টগ্রামের ব্যুরো চীফ শহীদুল হক ভুইঁয়া – সহ- সভাপতি, দৈনিক আমাদের মাতৃভূমি চট্টগ্রাম জেলা ব্যুরো সুমন সেন-সাধারন সম্পাদক,দৈনিক একাত্তর সংবাদ সহ সম্পাদক মোঃ মাসুম চৌধুরী – সাংগঠনিক সম্পাদক,

Daly Asiyan News বিশেষ প্রতিনিধি বশির আল মামুন- অর্থ সম্পাদক, দৈনিক সন্ধ্যা বাণী মিথিলা চৌধুরী – প্রচার ও প্রকাশনা সম্পাদক,
অনন্যা সদস্যরা হলেন Daly Asiyan News চট্টগ্রাম ব্যুরো গোলাম মোস্তফা ভূইয়া, দৈনিক আমাদের মাতৃভূমি বান্দরবান ব্যুরো, মো ইউসুফ, আলী রাশেদ,বিবি মরিয়ম, মো রিয়াজ,সজল নাথ,রফিকুল ইসলাম সিদ্দিকী, বাহার মোছলেম উদ্দিন,ইমরান বিন ইসলাম, আমান উল্লাহ দৌলত,ওসমান সরওয়ার,আবুল কালাম আজাদ,আক্তার জামান রাসেল,মোঃ জামশেদুল ইসলাম,বাহার মোছলেম উদ্দিনন,আইয়ুব বাচ্চু,আলাউদ্দিন আল হোসাইনি,আনিসুর রহমান, মুনসুর আলম মুরাদ,উচ্চফ্রু মারমা, প্রমুখ।

দায়িত্বপ্রাপ্ত কমিটিকে কেন্দ্রীয় সকল রকম সহায়তা দেওয়া সহ বিভিন্ন সুযোগ -সুবিধা দিক নির্দেশনা মূলক আদেশ উপদেশ ও প্রতিশ্রুতি দেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুরুল ইসলাম।সাংগঠনিক কার্যক্রমকে শ্রম, বুদ্ধি, মেধা, শক্তি এবং পরিকল্পনার সাথে এগিয়ে নিতে নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটিকে তিনি আদেশ দেন। লায়ন নুরুল ইসলাম আরো বলেন সাংবাদিক হল দেশ ও জাতির বিবেক,সাংবাদিক উপর কেও অত্যাচার করলে / হলে সাথে সাথে প্রতিবাদ করতে বলেন,এবং দেশ জাতি সকলের কল্যান কামনা করেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!