নেয়ামত উল্লাহ রিয়াদ,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের-সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাট এলাকার সহস্রধারা ঝর্না দেখতে এসে লাশ হলেন ঢাকার রামপুরা থানার মালিবাগের বাসিন্দা মাহফুজ বিন ইকবাল রবিন(২৬)।শুক্রবার(৩০ অক্টোবর)বিকেল সোয়া ৫টায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।এরপর তা সীতাকুণ্ড থানা পুলিশকে হস্তান্তর করা হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,বেলা ২টার দিকে রবিন ঢাকা থেকে আসা বন্ধুদের সঙ্গে ঝর্নায় গোসল করতে নামেন।একপর্যায়ে পা পিছলে তিনি ডুবে যান।বিকেল সোয়া ৩টায় আগ্রাবাদে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে।বিভাগীয় ডুবুরি ইউনিট সহস্রধারায় এক ঘণ্টা সার্চ করে।এরপর ডুবুরি প্রদীপ বিশ্বাস মরদেহটি উদ্ধার করে।