মোহাম্মদ সোহেল আরমানঃ ২৫/০২/২০২১ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম রাত আনুমানিক সাড়ে আট ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানাধীন এলাকা
ঝাউতলা প্রধান সড়কস্থ রয়েল চিলি রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে, মৃত আলমগীরের ছেলে,রেদুয়ানুল ইসলাম (২২) মোঃ আমিনের ছেলে ,হামিদ হোসেন রিপন(২০) সাং-আধুনগর,মরার ডলুরকুল , ০৭ নং ওয়ার্ড, ইউপি-
আধুনগর,থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম নামীয় দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ২৫০০ (দুইহাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তিদেরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন অপর আরো একটি অভিযান চালিয়ে রাত আনুমানিক ৯.০০ ঘটিকায় উপপরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলি ডলফিন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে
-মৃত আব্দুল হকের ছেলে,মোঃ শাহ আলম(১৯) সাং-পশ্চিম লারপাড়া ইসলামাবাদ ঘৃত পল্লী,কলাতলী,০১ ওয়ার্ড ইউপি-ঝিলংজা,থানা ও জেলা- কক্সবাজার নামীয় মাদক বিক্রেতার কাছ থেকে ২৫০০ (দুই হাজার পাঁচশত ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে কক্সবাজার থানায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।