ডিগ্রি ছাড়া এক যুগ ধরে করছেন দাঁতের চিকিৎসা।

0 ৬৭৫,৫৬৮

নেই কোনো প্রতিষ্ঠানিক ডিগ্রি,তবুও ১২ বছর ধরে চেম্বার খুলে দাঁতের চিকিৎসা করছেন তিনি।নামের আগে যোগ করেছেন ডাক্তার পদবী আর নামের পেছনে লাগিয়েছেন ডেন্টাল সার্জন।শনিবার(১লা এপ্রিল)অভিযানে গিয়ে এমন ভুয়া চিকিৎসকের সন্ধান পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নগরের হালিশহর “জি” ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে ওই চিকিৎসককে গ্রেফতরা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন,মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান।প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডা.’ লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে।কিন্তু তিনি বিএমডিসি’র কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেন নি।

তিনি আরো বলেন,মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!