আব্দুল করিম,চট্টগ্রামঃ ডবলমুরিং থানার ডিটি রোডে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে তোলা ৩টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উচ্ছেদ অভিযানে চালান চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।উচ্ছেদ অভিযানে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে তোলা ৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় চসিকের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। যারাই ফুটপাত দখল করে চলাচলে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।