তালতলীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে চিনা নাগরিকদের সংঘর্ষ আহত ৩

0 ৮৪

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চায়নিজ নাগরিকদের দু’দফা সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সাংহাই-৪ আবাসিক এলাকায়।

তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কথা বলার জন্য দরজায় নক করেন হাং চাং হুয়া।এসময় কাজে বিরক্ত করার জন্য লংএনজিং,ও চিং চাং গান এ দু’জন মিলে রাতে হাং চাং হুয়াকে মারধর করে।এ ঘটনার রেশ ধরে শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে সাংহাই-৪ আবাসিক এলাকার সড়কে আরো চিনা নাগরিক নিয়ে ঐ দুজনের উপর হামলা করে এতে ৩ জন আহত হয়।

আহত হাং চাং হুয়া(৩০)কে প্রাথমিক চিকিৎসা শেষে তার কর্মস্থলে নিয়ে আসা হয়েছে।এবং বাকি লংএনজিং (৩৩) ও চিং চাং গান(৩৫)কে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ফিরে এসে তাপ বিদ্যুৎ প্রকল্পের সাংহাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন,সাংহাই থেকে জানানো হয়েছে তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবে।এ বিষয় কোন মামলা বা জিডি না হওয়ায় পুলিশ কোন আইনি পদক্ষেপ নিতে পারছেননা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!