আল আমিন হোসেন ,ষ্টাপ রিপোর্টারঃ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন শেখ শামছুউদ্দিন আহমদ সিদ্দিকী বলেছেন,দুস্থ সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই লায়নিজমের কাজ সমাজের দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই স্বার্থকতা । সবাইকে সাথে নিয়ে চিত্ত,বিত্ত এবং মেধা দিয়ে গরিবদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের সম্পদের কিছুটা অংশও যদি দুস্থদের জন্য ব্যয় করতে পারি তাহলে সেটা হবে লায়নিজমের সার্থকতা। লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) ঝাউতলা পানির টাংকি এলাকায় অসহায় দিনমজুর দুইশতাধিক মানুষদের মাঝে খাদ্য,মাস্ক, ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস টেস্ট, বৃক্ষরোপণ ও শিশুদের ক্যান্সার সচেতনতা লিফলেট বিতরন অনুষ্ঠানে এইসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজার লায়ন মির্জা আকবর আলী চৌধুরী,রিজিয়ন চেয়ারপারসন লায়ন পলাশ ধর,লায়ন এস এম আব্দুল আজীজ,লায়ন্স ক্লাব অগ্রণী’র প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আলী,লায়ন্স ক্লাব অগ্রণী’র প্রেসিডেন্ট লায়ন নেসার আহমদ,ভাইস প্রেসিডেন্ট লায়ন এস এম মোকলেসুর রহমান,লায়ন আব্রার আহমদ,লিও জেলা সভাপতি লিও এইচ এম হাকিম,জেলা সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ,ট্রেজেরার লিও ইরফান মোস্তফা,লিও ক্লাব বেঙ্গল সিটির প্রেসিডেন্ট লিও রাকিব উদ্দিন,লিও ক্লাব অগ্রণী’র প্রেসিডেন্ট লিও অনুপ দাশ,ভাইস প্রেসিডেন্ট লিও জামান ইমরুল হাসান,লিও শাহরিয়ার হাসান,মেম্বারশীপ গ্রোথ চেয়ারম্যান লিও আরাফাত,মেম্বার লিও আশরাফুল ইসলাম সবিজ,লিও সাজ্জাদুল ইরভী, লিও মুনতাসির প্রমুখ।