জানো নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।শায়রুল বলেন, সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তির করা হয়েছে। এছাড়াও বিএনপি ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ অ্যাপোলো হাসপাতালে সিসিইউতে আছেন। সোমবার সন্ধ্যায় অবনতি হওয়ার ফলে ভেন্টিলেশন দিতে হচ্ছে তাকে।উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। সোমবার গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৫ জনের মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জনে।