নতুন উদ্যেমে চালু হলো গাছুয়া আমির মোহাম্মদ ফেরী ঘাট।

0 ৮৭৫,৬১৯

নতুন উদ্যেমে চালু হলো গাছুয়া আমির মোহাম্মদ ফেরী ঘাট।গতকাল গাছুয়া আমির মোহাম্মদ ফেরিঘাট টু সীতাকুণ্ড গুলিয়াখালী ঘাট উদ্ভোদন উপলক্ষে গাছুয়া ঘাটে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

গাছুয়া ঘাট সংলগ্ন মসজিদের মাঠে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে ঘাট পরিচালক হারুন রশিদ,সাহাব উদীন সুমন,আবদুল হান্নান,রিয়াদ,নিজাম উদ্দিনসহ গাছুয়া আমির মোহাম্মদ ফেরী ঘাট ও তার আশেপাশের এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় ঘাট পরিচালক হারুনরশিদ বলেন,অনেকদিন ধরে বন্ধ থাকা ঘাট টি চালু করেছি জনগণের খেদমত করতে।আগামীকাল থেকে পুরো দমে যাত্রী পারাপার করার কথা জানিয়েছেন তিনি।

আরেক ঘাট পরিচালক সাহাব উদ্দিন সুমন বলেন,ঐতিয্যবাহী আমির মোহাম্মদ ফেরী ঘাটটি অনেক ধরে যাত্রী পারাপারের জন্য ইজারা নিয়ে যাত্রী পারাপার না করে বিভিন্ন মালামাল পারাপারের মাধ্যমে পরিনত করেছে আগের পরিচালকরা।কিন্তু আমরা চাই জনগণের দুঃখ দূর করতে আর তাই আমরা যাত্রী পারাপার করবো।

যাত্রী পারাপারে স্প্রিডবোড ভাড়া,যাত্রীবাহী লঞ্চ ভাড়া কত হবে সেবিষয়ে জানতে চাইলে তারা জানান,আগামীকাল আমরা পরিচালকরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবো তবে জনগণের কথা চিন্তা করে ভাড়া নির্ধারণ করা হবে।

উল্লেখ্য যে,সন্দ্বীপের ঐতিয্যবাহী আমির মোহাম্মদ ফেরী ঘাটটি অনেক পুরানো।একসময় সরকারি লোকসহ সন্দ্বীপের অধিকাংশ লোক এই ঘাট দিয়ে আসা যাওয়া করতো।কিন্তু দুপাশে রাস্তার অবস্থা বেহাল দশা হওয়ায় যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে।লোকজন রাস্তার সমস্যার কারণে এই ঘাট দিয়ে এখন চলাচল করে না।তবে নিরাপত্তার দিক দিয়ে আমির মোহাম্মদ ফেরী ঘাটটি ছিলো নামকরা ঘাট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!