স্টাফ রিপোর্টার :বুধবার ব্রাহ্মণবাড়িযা নবীনগর দাঙ্গা বিক্ষুব্দ কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর ও হাজিরহাটি গ্রামে ৫১০ (পাঁচশত দশ) টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য ও ত্রান-সাহায্য প্রদান করা হয়।১৪ টি পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়।এছাড়াও তাদের জীবনমান উন্নয়নে রাস্তাঘাটসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়েছে।এ কাজে সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউএনও মহোদয়।নবীনগরের মাননীয় সাংসদ জনাব এবাদুল করিম বুলবুল ও ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব হায়াত- উদ- দৌলা খান স্যারের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন কাজ করে যাবেন বলে ও তিনি জানান ।