নব গোপাল মন্দিরে পরিচালক শ্রী দুলাল সাহা আর নেই আমাদের মাঝে।

0 ২০৪

সবুজ সাহা লক্ষ্মীপুর: নব গোপাল মন্দিরে পরিচালক শ্রী দুলাল সাহা(৬৭)গত কাল রোজ শুক্রবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন,“দিব্যান্ লোকান্ স গচ্ছতু”।পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক মাস শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রন্ত হয়ে গৃহসজ্জা তিনি,গত১৩ নভেম্বার ২০২০ রোজ শুক্রবার সকাল (আনুমানিক)৭.৩০মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।এরপর শুক্রবার বিকালে তার নিজ গ্রামের বাড়ি (চর মেহার সাহা পাড়া) পারিবারিক শ্মশানে শ্রী দুলাল সাহার একমাত্র সন্তান প্রদীপ সাহা তার শেষ সৎকারে কাজ সম্পাদন করেন। চির বিদায় নিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন রেখে গেলেন স্ত্রী,এক মেয়ে ও এক ছেলে।দুলাল সাহার(৬৭)পেশা দর্জি ছিলেন বলে সবাই দুলাল খলিফা বলে ডাকতেন।তিনি একজন অত্যন্ত সৎ,নিষ্ঠাবান,পরিশ্রমী ব্যক্তি ছিলেন।তার জীবনের শেষ সময়টুকু সামাজিক কাজ সহ নিজ জমিতে একটি মন্দির স্থাপন করেন যাহা নাম দেয়া হয় নব গোপাল মন্দির,যেখানে শুধু দোলপূর্ণিমা উৎসব পালন করতেন যার পরিচালক ছিলেন দুলাল সাহা।দুলাল সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন চর মেহার সাহা পাড়া জাগ্রত সনাতন গীতাসংঘ ও রাধা কৃষ্ণ সেবাশ্রমের কমিটিবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!