নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় ইট বোঝাই একটি ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিত্ত নিরঞ্জন দাস (৬৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মনোরঞ্জন দাস (৫০) ও ইজিবাইক চালক মোরশেদ মিয়া (৩০) নামে আরো ২জন আহত হয়। মনোরঞ্জন গুরতর আহত হলে তাকে ভৈরবের একটি হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (৩ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার এসআই আবুল কালাম আজাদ।
নিহত চিত্ত রঞ্জন দাস ওই ইউনিয়নের আলগী মধ্য পাড়া গ্রামের মৃত নিশিকান্ত দাসের ছেলে ও স্থানীয় মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি ইজিবাইকের সাথে ইট বোঝাই ট্রাকের (ইছার মাথা) ধাক্কা লাগলে ইজিবাইকে থাকা মাছ ব্যবসায়ী চিত্ত রঞ্জন মাটিতে পড়ে যায়। পরে তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা গেলে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পৌছানোর আগেই ট্রাক (ইছার মাথা) চালক পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।