আবদুল হামিদঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
১৭ জুলাই শুক্রবার দুপুর ২টায় উদ্ধার এবং আটকে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনর্চাজ মো,আলমগীর হোসেন।
তিনি বলেন,মাদক ও সন্ত্রাস মুক্ত করতে নাইক্ষ্যংছড়িতে এ অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি তিনি নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর আরো একটি বিশাল ইয়াবার চালান আটক করতে সক্ষম হন।পুলিশ জানান শুক্রবার আটক ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়,গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নির্দেশে থানা পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম সড়কে পৃথক ভাবে অভিযান পরিচালনা করে প্রথমে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোনাইছড়ি রেজু নতুন পাড়া গ্রামের মীর আহাম্মদের ছেলে মোঃ ছৈয়দ করিম (৪০) ও দক্ষিণ ঘুমধুম জলপাই তলী গ্রামের শহর মুল্লুকের ছেলে নুরুল আলম প্রকাশ বাইট্টা নুরু (৪৫) কে আটক করেন।
এর পর দেশীয় তৈরী ২০ লিটার চোলাই মদ ভর্তি ১ টি টমটম গাড়ীসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন। এরা হলেন রুহুল আমিন প্রকাশ রুহুল (১৯) আবু ছৈয়দ (৩০)।
পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন থানা পুলিশের এস আই জাফর ইকবাল, এস আই ফিরুজ, এস আই নুরুল ইসলামসহ সংগীয় ফোর্স।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আরো তিন জনকে পলাতক দেখিয়ে আসামী করা হয়। পুলিশ জানান আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
আগের খবর