নাইক্ষ্যংছড়িতে ২ লাখ পিচ ইয়াবা নিয়ে ৫ রোহিঙ্গাসহ ৬ মাদক কারবারি আটক

0 ২৩৩

মুবিনু্ল হক মুবিনঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে দুই লাখ পিচ ইয়াবা নিয়ে ৫ রোহিঙ্গাসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু আমতলী আম বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি। আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের ফকির আহমদের ছেলে মোঃ রহমত উল্লাহ (২৫), মোঃ নুর আহমদের ছেলে মোঃ মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মোঃ সেলিম (২২), সোনা আলীর ছেলে মোঃ আমিন (২২), আলী হোসেনের ছেলে মোঃ জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের জানান, ‘মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের সংবাদের ভিত্তিতে ঘুমধুমের রেজু আমতলী বিওপির বিজিবি সদস্যরা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপি’র আমবাগান নামক স্থান দিয়ে আনুমানিক সাড়ে ৮ টার দিকে সীমান্ত হতে ৬ জন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার পূর্বক তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য ছয় কোটি টাকা। এ সংবাদ লেখাকালে এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!