“নাজির হাটে বিনামূল্যে বয়স্ক ও শিশু সেবার সমন্বিত উদ্যোগ”

0 ৫০৯,৮৫৬

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় এই প্রথমবারের মত জরুরি মুহুর্তে দরিদ্র এবং অসহায় রুগীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সন্দ্বীপের নাজিরহাটে প্রথম বারের মত বেসরকারি উদ্যোগে চালু হলো বয়স্ক ও শিশু সেবা কেন্দ্র নামে স্বাস্থ্য সেবা কেন্দ্র।

সালেহ নোমান(সাংবাদিক,ব্যুরো প্রধান,রেডিও টুডে, চট্টগ্রাম)এর উদ্যোগে ও পরিকল্পনায় এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সোহেল মাহমুদ ও সমাজকর্মী সানাউল্যাহ বাবুল এর অর্থ সংগ্রহে এই প্রকল্প টি যাত্রা শুরু করে।এতে বিশেষ সহযোগীতায় করছে আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশন,চট্টগ্রাম৷

সম্পুর্ন বিনা মুল্যে এখানে মিলবে শিশু এবং বয়স্কদের নেবুলাইজার সহ প্রাথমিক কিছু চিকিৎসা এছাড়াও থাকবে জরুরি অক্সিজেন সাপোর্ট।দুইজন অভিজ্ঞ স্বাস্থ্য কর্মীর তত্ত্বাবধানে প্রতিদিন নির্দিষ্ট সময়(সন্ধ্যা ৭ টা থেকে ৮:৩০ মিনিট)এই সেবা চলবে।সাস্থ্যসেবা প্রধান করবেন ডাঃ রহমত উল্যা (সার্টিফিকেট ইন প্যারামেডিকেল,ঢাকা)এবং আরিফ হোসেন আরজু(এল এম এ এফ,চট্টগ্রাম)

সেবা কেন্দ্র টি চালু করার জন্য জায়গার(গনবীমার অফিসের একাংশ)ব্যবস্থা করে দিয়েছেন আবুল কালাম আজাদ এছাড়াও সহযোগিতা করেছেন ওমর ফয়সাল,গাজী ওয়াহিদুল আলম পারভেজ,মাহবুব এলাহী।

সেবা কেন্দ্রটি পরিচালনায় থাকবেন শহীদ উদ্দিন মিলাদ কচি,হান্নান তারেক,ফিরোজ খান,মাহবুব এলাহী,মোঃ রুস্তম।বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিম্নের নাম্বার গুলোতে,০১৭১৫১৬১৯৩৮,০১৭৫৪৪০০৪৯০
০১৭১৫৩১৯৪৪৬

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!