নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন,নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজার এলাকায় দুপুর ১.৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় ৩ টি গুদাম তল্লাশি করে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়।যাহার আনুমানিক বাজার মূল্য রয়েছে ৭ কোটি,৭০ লক্ষ টাকা।এসময় জালের গুদামের প্রকৃত মালিকে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম,পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জাহাজমারা বাজারের ৩ টি গুদামে এবং বাজারে বিশেষ অভিযান চালিয়ে,২২লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করি।যাহার বর্তমান বাজার মূল্য ৭কোটি,৭০ লক্ষ টাকা।পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়ে নষ্ট করা হয়।