নোয়াখালী জেলা প্রতিনিধিঃ বেগমগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন গ্লোব ফার্মাসিউটিক্যাল্স গ্রুপ অব কোম্পানী।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৫ হাজার অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চৌমুহনী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যার।
মেয়র বলেন,তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু,সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি কম্বল অসহায় মানুষের গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই। তিনি আরো বলেন, পুরো শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকবে গ্লোব ফার্মাসিউটিক্যাল্স।
আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিহান আল রশিদ।