নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আলী ওরফে শিপন ও পরিমল। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ড থেকেে চোরাই মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,গ্রেফতারকৃত দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।