সৈয়দ হিটলার আলী,স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইল পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের আলাদাৎপুর গ্রামের ডিভাইন ক্লিনিকের পূর্ব পাসের নির্মাণাধীন রাসেল শেখ এর বাড়িতে দুর্ধর্ষ চুরির সংগঠিত হয়েছে।
জানা গেছে, গত ২১ ডিসেম্বর মঙ্গলবার রাসেল শেখ এর বাড়িতে মিস্ত্রিদের বিভিন্ন রকমের বাড়ির কাজ চলছিল।
এসময় কাজের শেষ বিকাল পাঁচটার দিকে ভবনের মালিক রাসেল ও তার ভাড়াটিয়া কোন এক কাজের সুবাদে উভয়ই বাবার বাড়িতে চলে যায়।
এর পরদিন বুধবার আজ সকালে বাড়ির মিস্ত্রিরা কাজে এসে বাড়ির মালিক রাসেলকে ডাকদেয়। কোন সাড়া শব্দ না পেয়ে মিস্ত্রিরা এগিয়ে দেখে তাদের রুমের তালা ভাংঙ্গা। তাৎক্ষণিক মিস্ত্রিরা বাড়ির মালিক রাসেলকে ফোনদিয় জানালে বাড়ির মালিক রাসেল ঘটনা স্থলে ছুটে আসে।
এবং ঘরে ঢুকে সবকিছু এলোমেলো দেখে তার স্ত্রীকে ফোনদিলে তিনিও ফিরে আসেন বাড়িতে। এসময় বিসয়টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
রাসেলের স্ত্রী সাংবাদিক কে জানান,আমি বাড়িতে না থাকায় এই ঘটনা ঘটেছে। ঘর থেকে আমার ব্যবহৃত চার ভরি স্বর্ণের গহনা,নগদ ১ লক্ষ টাকা, ৫৫ কুয়েতি দিলার সবমিলিয়ে আড়াই তিনলক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।