সেলিম চৌধুরীঃ বাইতুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া (চেয়ারম্যান) কে ফুলেল শুভেচছা জানান আমির ভান্ডার দরবার এর খাদেম শাহাজাদা মাওলানা ফখরুদ্দিন সাহেব সহ দরবারের কর্মকর্তাবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন দিদারুল আলম সিকদার,ছাএদল নেতা এস এম সুমন,যুবদল নেতা সোহেল সিকদার,মোঃ রুবেল,মোঃ মাইনুদ্দীন প্রমুখ।এসময় পটিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ও আঞ্জুমানে ইওেহাদ বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন ইসলামের প্রচার-প্রসারে বায়তুশ শরফ দরবার সারা বাংলাদেশে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। এ দরবার প্রতিষ্ঠার পর থেকে সারা বাংলাদেশে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। বর্তমানে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এ দরবারের হাজার হাজার ভক্ত অনুরক্ত রয়েছে। আল্লাহ যত দিন সুযোগ দেবেন আমি তত দিন বায়তুশ শরফ কমপ্লেক্সের আধুনিকায়ন সহ এ সংস্থার কার্যক্রমকে বেগবান করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।তিনি বায়তুশ শরফ কমপ্লেক্সের তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সহ সকলের সহযোগিতা নিয়ে কমপ্লেক্সের উন্নয়নে গৃহীত এক শত কোটি টাকার মাষ্টার প্লেন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।