
সেলিম চৌধুরীঃ কক্সবাজারমহাসড়কের পটিয়ার মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হইতে জুতার ভিতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোঃ হারেজ (২১) নামে এক মাদক কারবারীকে১৩০০ ( এক হাজার তিন শত) পিস ইয়াবা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রনঅধিদপ্তর,চট্টগ্রাম কার্যালয় ওপটিয়া ‘খ’ সার্কেল। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই(সোমবার)সকাল অনুমান ০৯ ঘটিকায়,উল্লেখিত স্থান হতে মাদকদ্রব্যনিয়ন্ত্রনঅধিদপ্তর,জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া)ডিএনসি’র অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুরপাল্লার হানিফ পরিবহনের বাস(নং- চট্টমেট্টো-ব-১৪-৬১৬৫) তল্লাশীচালিয়ে ধুরন্ধর ইয়াবা মাদক ব্যবসায়ী হারেজকে গ্রেপ্তার করেন।ধৃতব্যক্তি কক্সবাজারজেলার কক্সবাজার পৌরসভা এলাকার লাইট হাউস পাড়ার মোঃ শামসুর পুত্র।এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন,মাদক নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত আছে, থাকবে,আজকের ধৃত আসামী জুতার ভিতরের অংশ কেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে গাম দিয়ে সেটে দেয়,এতে করে বুঝার উপায় উপায় নেই যে জুতার ভিতরে ইয়াবা আছে বা থাকতে পারে,তার জুতা কেটে ইয়াবাগুলো বের করা হয়। তারবিরুদ্ধে পটিয়া থানায় ২০১৮ইং মাদকদ্রব্য দমন নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।