পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রোকন উদ্দীন কে ইয়াবা সহ আটক

0 ১৯২

আল আমিন,চট্টগ্রামঃ পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১০০ পিচ ইয়াবা সহ রোকন উদ্দীন আটক করেছে। আজ উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২১০০ (দুই হাজার একশত) পিস ইয়াবা সহ আসামী- মোঃ রোকন উদ্দিন (৩১), পিতা- মোঃ জাকির হোসেন বেপারী, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- সন্তোষ বাগবাড়ী, পোঃ সন্তোষ-১৯০২, ওয়ার্ড নং-০৭ , টাঙ্গাইল পৌরসভা, থানাঃ টাঙ্গাইল সদর, টাঙ্গাইল কে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে স্বাধীন ট্রাভেলস্ চট্ট মেট্রো ব- ১১-১৪০৯ যাত্রীবাহী বাসের এইচ-০৪ হতে দেহ তল্লাশীপূর্বক সংরক্ষণ ও বহনের অপরাধে সকাল প্রায় ০৯:৩০ ঘটিকায় তল্লাশিপূর্বক আটক করে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।সে ইতোপূর্বে অনেকবার ইয়াবা পাচার করে বলে প্রাথমিকভাবে স্বীকার করে এবং তার এলাকায় খুচরা বিক্রি করে বলে জানায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!