সেলিম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ সারাদেশে ধর্ষণ, শিশু নির্যাতন,খুন, ঘুমের প্রতিবাদে জাতীয় ছাএসমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যােগে ১৬ অক্টোবর শুক্রবার বিকাল পটিয়া বাসষ্টেশন মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় ছাএসমাজ সভাপতি এন. এম. জসিম উদ্দিন। সদস্য সচিব ইয়াসিন খান এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাষ্টার। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহবায়ক রফিক আহমদ চেয়ারম্যান, কমিশনার নুরুল ইসলাম, জেলা ছাএসমাজ সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, পটিয়া পৌরস জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, নাজিম উদ্দীন মজুমদার, জসিম উদ্দিন বাবর, বিভিন্ন উপজেলা পৌরসভা কলেজ শাখা ছাএ নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন রবিউল হাসান, ওয়াকিব উদ্দীন সাফি, গোলাম সরোয়ার, আজিজ, সুব্রত দাশ সুজন, জিসান উদ্দীন, হেলাল, মহিউদ্দিন, নাছির, মোঃ সাখাওয়াত, মোঃ ইকবাল, মোঃ রাফি প্রমুখ। প্রধান অতিথি শামসুল আলম মাষ্টার বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ফর্মুলা বাস্তবায়ন করার জন্য সরকারে নিকট জোর দাবি জানান।