রফিক প্রতিনিধিঃ আজ বড়লিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাংলাদেশ গাউছিয়া কমিটির সভাপতি গাজী মোহাম্মদ সুমন এর পিতা গাজী মোহাম্মদ নুরুল ইসলাম ভোর ৫টায় বড়লিয়ায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছে।(ইন্না লিল্লাহি——-রাজিউন)আজ বাদ যোহর মরহুম নুরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে উনার নিজ বাড়িতে। বড়লিয়া গ্রামে সর্বস্তরে মানুষ শোকের ছায়া নেমে এসেছে ও গাউছিয়া কমিটির আশেকে ভক্তবৃন্দ শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে।
গাউছিয়া কমিটির সভাপতি গাজী মোহাম্মদ সুমন তার পিতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।তিনি আরো বলেন আমার আব্বাকে সবাই মাপ করে দিবেন।
আর গাজী মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে বড়লিয়ায়।অনেকেই তাদের ফেইজবুকে শোক প্রকাশ করতে দেখা গেছে।