পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে বান্দরবানে ইউনিয়ন পর্যায়ে চাউল বিতরণ

0 ২০২

মোহাম্মদ আলী,বান্দরবানঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২নং ওর্য়াড কাইচতলী এলাকায় অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাউল বিতরণ ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই সোমবার বিকেলে জেলা প্রশাসন ও বান্দরবান সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশনায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২নং ওর্য়াড কাইচতলী এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়, কর্মহীন ও দরিদ্র প্রায় ৩ শত পরিবারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার

এই ঈদ উপহার হিসেবে চাউল বিতরণ করেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাউল বিতরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী(সদর উপজেলা) মনজেল হোসেন,এলাকার সামাজিক ব্যাক্তিত্ব কাজী নাসিরুল আলম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুল চৌধুরী,সাংবাদিক মোহাম্মদ আলী,সুয়ালক ইউপি প্যানেল চেয়ারম্যান ও ২নং ওর্য়াড সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন(মেম্বার),উপজেলা চেয়ারম্যনের একান্ত সকারী মো:হেলাল উদ্দীন,মোহাম্মদ আলমগীর প্রমুখ।

এসময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে অনুষ্ঠানে অতিথিরা বলেন,প্রধানমন্ত্রী’র নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়,তার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায় দিনমজুর পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রদান করছি। পরে অতিথিরা জনগণকে পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা জানান এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহ্বানও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!