জসিম উদ্দিন রুবেলঃএকটি দেশ,একটি জাতি,একটি সংসার সুন্দর হয়,যেমন একজন কর্তার মাধ্যমে,ঠিক তেমনি একটি বাংলাদেশ আওয়ামিলীগ একটি পুরোনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল,এ দলে আছে বিশাল ইতিহাস, আছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা এবং ত্যাগ স্বীকার করা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে নেতাকর্মীরা।বিনিময়ে আজকের বাংলাদেশ। এ রাজনৈতিক দলের মধ্যে রয়েছে অভিজ্ঞ-অনভিজ্ঞসম্পূর্ণ নেত্রী। যারা জনগনের ভাগ্য নির্ণয়ের দেশের উন্নায়নের কঠামো তৈরি করে। ঠিক তেমনি একজন বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সংরক্ষিত আসন -৪(৯,১০,ও ১৩ নং ওয়ার্ড) নেত্রী তছলিমা বেগম (নূরজাহান) রুবি।তার দীর্ঘ রাজনৈতিক জীবনে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কার্য্যনিবাহী সদস্যা চট্টগ্রাম মহানগর, কার্য্যনিবাহী সদস্য চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামিলীগ,”আমার বন্ছিত মানুষের কথা বলি” মহিলা বিষয়ক সম্পাদিকা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কামউনিটিং পুলিশিং কমিটির খুলশি থানা,সবেক সাধারণ সম্পাদক যুব মহিলাগীগ ০৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড, সাবেক সাধারণ সম্পাদক নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সহ অসংখ্য সমাজিক সংগঠনে সফলতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন।সাবেক প্রায়ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফল মেয়র যিনি নগর পিতা হিসাব স্বকৃত আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী সহ মহানগ নেতৃবৃন্দের পছন্দের পাত্র। তাদের হাতে হাত মিলিয়ে রাজনীতিতে অগ্রসর হচ্ছে রাজনীতির মডেল তছলিমা বেগম (নূরজাহান) রুবি।এতটা কষ্ট অর্জিত করে উদার পন্থি ব্যক্তিত্ব হতে পারেন,কতটা ধৈর্য্য হতে পারে তার সত্যিই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তছলিমা বেগম (নূরজাহান) রুবি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ০৯,১০ ও ১৩ নং ওয়ার্ড বাসীর ভালোবাসায় সিক্ত তছলিমা বেগম (নূরজাহান) রুবি।তিনি সংবাদকর্মী কে জানায় জনগনের ভালোবাসা এরকম অব্যহত থাকলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার জননেত্রী শেখ হাসিনার দোয়ায় আমি ০৯,১০ ও ১৩ নং ওয়ার্ডে উন্নতি আমার স্বপ্ন, আর এই স্বপ্ন বাস্তবায়ন করা আমার অঙ্গিকার।বর্তমান সরকারের উন্নায়ন মূলক কাজের প্রশংসা করে তছলিমা বেগম (নূরজাহান)রুবি বলেন,এই সরকার সব সময় যদি ক্ষমতায় থাকে তাহলে আমার এশিয়া মহাদেশের যে কোনএকটি উন্নত দেশ হয়ে যাব।আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগরের ০৯,১০ ও ১৩ নং ওয়ার্ড বাসীর দোয়া ও আশীর্বাদ পদপ্রর্থী। আমি কারো বা বোন, বা কারো মেয়ে। মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিনের অশেষ মেহেরবানীতে আমি যাহাতে চট্টগ্রাম মহানগরের ০৯,১০ ও ১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নিবার্চিত হয়ে এই ওয়ার্ড সমূহকে সুন্দর ভাবে সাজাতে পারি তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।