জসিম উদ্দিন রুবেলঃলক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানার বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানার এসআই(নিঃ)/মোঃ সাইফুল আলম সহচৌকাস সঙ্গীয় ফোর্সেরা।এই সময় মোঃ সুজন নামের এক ব্যাক্তিকে পাঁচ লিটার চোরাইমদ সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত মোঃসুজন হোসেন(১৯) পিতা-কামাল উদ্দিন সাং-চরচামিতা(সওদাগর বাড়ী) থানা-চন্দ্রগঞ্জ জেলা-লক্ষ্মীপুর। ০৫(পাঁচ) লিটার চোলাইমদসহ হাতে-নাতে গ্রেফতার পূর্বক থানায় এসে এজাহার দায়ের করেন, উক্ত এজাহারের প্রেক্ষিতে চন্দ্রগন্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন মামলা রুজু করে ১৩/১০/২০২০ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।