এম,এ,মোজাহিদ বিল্লাহঃ নোয়াখালী হাতিয়া উপজেলার আটক জেলেদের নিয়ে গত কয়েক দিন আগে জাতীয় দৈনিক পত্রিকা মাতৃজগত পত্রিকা এ প্রকাশিত শিরোনাম ছিলো হাতিয়ার ৯ জন জেলে পাকিস্তান ল্যান্ডি কারাগারে শিকলবন্দী।
এরপর এ বিষয়ে তৎপর হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের দেশে ফেরত আনার জন্য।এই বিষয়টি নিশ্চিত করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
গত ৬ জুলাই ২০২০ সোমবার সাংবাদিকদের তিনি বলেন পাকিস্তানে ৮ জন আটক অাছে তারা ওমানে ছিলো। মাছ ধরতে গিয়ে তারা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন।
এটি গত অক্টোবর মাসের ঘটনা। আমরা যখন খবর পেলাম তখন তাদের সাথে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজ ছিলোনা ।
তিনি বলেন পত্রিকায় সংবাদ দেখার পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসা করি।তারা আমাদের জানিয়েছে আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের স্থায়ী নাগরিক।আমরা তৎক্ষনাৎ মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে।
তারা সেখানে জেল খেটেছে। ফ্লাইট চালু হলে তারা ফেরত আসবে বলে জানান মন্ত্রী মহোদয়।এই সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিক কে যথেষ্ট তথ্য দিয়ে সহোযোগিতায় ব্যস্ত সময় দেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী তমরদ্দি জোড়খালী এলাকার বাসিন্দা নিজাম মিয়া।