সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা খলিষখালী ইউনিয়নের টিকারামপুর মৌজার দলুয়া বাজারে সরকারি খাস সম্পত্তি রাস্তার ওপর ঘর স্থাপন করে চলেছে। সাধারণ জনগণ চলাচলে চরমভাবে বাধা গ্রস্থ। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাস্তার সীমানা নির্ধারণের আবেদন মোতাবেক এসিল্যানের সার্ভেয়ার, এলজিডি সারভেয়ার ও ৩ জন আমিন এর সমন্বয়ে সীমানা নির্ধারণ করে। সরকারি রাস্তার উপর ঘরটি কোন রেকর্ডভুক্ত জায়গার নাই। দলুয়া বাজার হইতে টিকারামপুর অভিমুখে একটি কার্পেটিং পিচের রাস্তার উন্নয়ন কাজ চলছে। কিন্তু দলুয়া বাজার সরকারি জমিতে নির্মাণাধীন রাস্তার মাঝখানে অবৈধ ভাবে দীর্ঘদিন যাবৎ ঘর তৈরি করে, সরকারি সম্পত্তি জবর দখল করে আসছে। রাস্তার উপর ঘর থাকায় রাস্তার উন্নয়ন কাজ বন্ধ আছে। এলাকাবাসী জানান,অবৈধ স্থাপনা টি উচ্ছেদ না করা পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটছে এবং জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারি রাস্তা দখল কারে স্থানীয় ১.হারেজ সরদার,পিতা- মৃত হোসেন সরদার ২. এরফান সরদার,পিতা-মৃত আসির উদ্দিন সরদার ৩. এবাদুল সরদার, ৪. রশিদ সরদার উভয় পিতা-মৃত ইব্রাহিম সরদার দীর্ঘদিন যাবৎ সরকারি সম্পত্তির উপর ঘর স্থাপন করে সাধারণ জনগণের চলাচলের রাস্তাটি বন্ধ করে রেখেছে।