আল আমিন হোসেন,চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে বিজয় কুমার বিশ্বাস (৩২) নামের এক বিকাশ এজেন্টের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অলংকার এলাকার আলিফ হোটেল সংলগ্ন গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজয় কুমার বিশ্বাস ইপিজেড নেভী কলোনীর সন্তোষ কুমার বিশ্বাসের ছেলে।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান দৈনিক জাগ্রত চট্টগ্রাম খবরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গতকাল রাতে কোন একসময় বিজয়ের মরদেহ বস্তাবন্দি অবস্থায় ফেলে যায় দুবৃর্ত্তরা। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।দুবৃর্ত্তরা তাকে হত্যা করার হাত-পা বেঁধে বস্তাবন্দি করে।পরে সন্দেহ এড়াতে বস্তার মুখে কাগজ-ককশিট দিয়ে মুখ বন্ধ করে দেয়।ঘটনাস্থল থেকে সিআইডি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।