পাহাড়তলীতে ভাড়া বাসায় আটকে রেখে পতিতাবৃত্তি,৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার।
পাহাড়তলীতে ভাড়া বাসায় আটকে রেখে পতিতাবৃত্তি,৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার।গতকাল জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় পাহাড়তলী থানাধীন বাঁচা মিয়া রোড হেলাল সাহেবের বাড়ীর ৪র্থ তালার ডান পাশের ১ম রুম ভাড়া নিয়ে ০৩ জন মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন খদ্দরদের নিকট পতিতাবৃত্তির কাজে বাধ্য করে।
পাহাড়তলী থানা পুলিশ পাহাড়তলী থানাধীন বাঁচা মিয়া রোড হেলাল সাহেবের বাড়ীর ৪র্থ তালার ডান পাশের ১ম রুম ভাড়া ঘরে জোর পূর্বক পতিতাবৃত্তির কাজে বাধ্য করা ০৩ যুবতিকে উদ্ধারসহ শাহনাজ নামক এক নারীকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাদে সে জানায়,তার স্বামী দেশের বিভিন্ন স্থান হতে চাকুরীর প্রলোভন দেখিয়ে সু-কৌশলে মেয়েদের তাদের বাসায় নিয়ে আসে।পরে উক্ত নারী ও তার স্বামী মিলে তাদেরকে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা প্রায় তিন বছর ধরে এই কাজের সাথে জড়িত এবং তারা কিছুদিন পর পর বাসা পরিবর্তন করে বিল্ডিং এর মালিক অথবা বিল্ডিং এর কেয়ারটেকারের সাথে সখ্যতা করে উক্ত কাজ পরিচালনা করে আসছে। এই বিষয়ে পাহাড়তলী থানায় মানব পাচার আইনে মামলা রুজু হয়েছে।