আব্দুল করিম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ৭০ বোতল ফেনন্সিডিলসহ নাঈম পারভেজ (২৬) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল পৌনে চারটায় সাগরিকা মোড় থেকে তাকে ফেনন্সিডিলসহ আটক করা হয়েছে বলে জানান মহানগর গোয়েন্দা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।পুলিশ পরিদর্শক দেবপ্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনন্সিডিলসহ নাঈম পারভেজ (২৬) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।