আখাউড়া উপজেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে সিফল উদ্দিন(২৬)করোনায় আক্রান্ত এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফিরিয়ে দেয়া হয়েছে।মঙ্গলবার(২৫ জানুয়ারি)তিনি আগরতলা ইমিগ্রেশন হয়ে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আসেন।
এসময় ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগে কর্তব্যরত মেডিকেল টেকনোলোজিস্ট অ্যান্টিজেন পিড টেস্ট করলে সিফল উদ্দিন কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন।পরে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আখাউড়া ইমিগ্রেশনে যাওয়ার অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার ইসমে আজম রিয়াদ।
তিনি জানান,ভারতীয় নাগরিক সিফল উদ্দিন সিলেটের কোলাউড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য বিভাগে আসেন।এসময় ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত মেডিকেল টেকনোলোজিস্ট মনির হোসেন তাদের অ্যান্টিজেন পিড টেস্ট করলে সিফল উদ্দিন কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন।কোভিড আক্রান্ত রোগী বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ভারতীয় ওই যুবক ভারতে ফিরে যান।এর আগে গত বৃহস্পতিবার জতীন্দ্র দাস(৬০)নামে আরেকজন ভারতীয়র করোনা শনাক্ত হলে তাকে নিজ দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান জানান, ভারতীয় নাগরিক সিফল উদ্দিনের অ্যান্টিজেন পিড টেস্ট করলে করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড পজিটিভ) হিসেবে শনাক্ত হন।পরে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এ নিয়ে গত এক সপ্তাহে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে দুজন বাংলাদেশী ও দুজন ভারতীয় নাগরিকের করোনা ভাইরাস শনাক্ত হয়।করোনাভাইরাস ও ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে আখাউড়া ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ সতর্কাবস্থায় রয়েছে বলেও তিনি জানান।